মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজন শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী পেশার মানুষ ফুল নিয়ে শ্রদ্ধা জানান। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম জেলা প্রশাসক মনিরা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে নানা শ্রেণী পেশার মানুষের মাঝে ২ শতাধিক ফলজ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।







