ঝিনাইদহের মহেশপুরে নারী ফুটবল ম্যাচ চলাকালীন দর্শকদের হামলায় খেলোয়াড়সহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা মাঠে মান্দারতলা যুবসংঘের আয়োজনে এ নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় ঢাকা নারী ফুটবল দল ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও সপ্না অংশ নেন।
![]()
স্থানীয় সূত্রে জানা যায়, খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মাঠের দর্শকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে খেলোয়াড়দের লক্ষ্য করে এগিয়ে আসে। এতে দু’জন দর্শক ও এক নারী ফুটবলার আহত হন। খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
রাতদিন ডেস্ক/জয়-







