Friday, December 5, 2025

শশুরের বটির আঘাতে পুত্রবধু নিহত, শশুর আটক

ঝিনাইদহের শৈলকুপায় শশুরের বটির কোপে তার ছেলের বউ লিমা খাতুন (৩৮) নিহত হয়েছে। আজ রবিবার ভোররাতে শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শশুর মকবুল শেখকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে পাইকপাড়া গ্রামের মুকবুল শেখের ছেলের বউ লিমা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। সেসময় শশুর মুকবুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করে। লিমার আত্মচিকৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, মুকবুল শেখ দীর্ঘদিন মানসিক প্রতিবন্ধী বলে শুনেছি। সে বটি দিয়ে ছেলে বউ লিমা খাতুনকে আঘাত করে। এতে লিমা খাতুন গুরুতর আহত হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার পরপরই শশুর মকবুল শেখকে আটক করা হয়েছে।

রাতদিন ডেস্ক/জয়-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর