মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না
কথায় আছে প্রেমের মরা জলে ডুবে না। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। এমনি কত শত প্রেম নিয়ে রয়েছে বাণী তার যেন অন্ত নাই। সফল প্রেমের উদাহরণে পরিণত হয়েছে, নাটোরের ২২ বছরের কলেজছাত্র ও ৪০ বছরের কলেজ শিক্ষিকার যুগলবন্দিতে। ফেসবুকে ১১ মাস আগে পরিচয়, ৬ মাস প্রেম অতপর বিযে। যা এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল।
নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন আলোচিত দম্পতি। নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন হোসেন । গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার।
সোশ্যাল মিডিয়ার জসপ্রিয় প্লাটফরম ফেসবুকে ২০২১ সালের ২৪ জুন তাদের পরিচয় হয়। পরিচয়ের পরেই ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। তবে সপ্তাহখানেক আগে তাদের বিয়ের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে, ঘটনাটি ভাইরাল হয়ে যায়।







