Friday, December 5, 2025

আজ সারাদেশেই বৃষ্টি বাড়তে পারে

মঙ্গলবার সারাদেশেই বৃষ্টি বাড়তে পারে, একই সঙ্গে কোথাও কোথাও ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়।

আগামী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা ক্রমেই বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা। আর সকাল থেকেই হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টি বাড়ায় অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলেছে নগরবাসীর। তবে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছে অফিসমুখী মানুষ।

আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আজ মঙ্গলবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে । আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো ঈশ্বরদীতে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো সীতাকুণ্ডে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

রাতদিন নিউজ/ও-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর