Friday, December 5, 2025

নারকেলগাছে চড়ে মন্ত্রীর ভাষণ

দেশে সংকটকালীন সময়ে জনগণকে সে বার্তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণত সংবাদ সম্মেলন করে। সংকটের গুরুত্ব অনুধাবন করে সরকারের শীর্ষ ব্যক্তি কখনো কখনো জাতির উদ্দেশে ভাষণও দেন। তবে শ্রীলঙ্কার এক মন্ত্রী যা করেছেন, তা সম্ভবত কেউই করার চিন্তা করবেন না। তিনি রীতিমতো নারকেলগাছে চড়ে দেশবাসীকে নারকেল–সংকটের বার্তা দিয়েছেন।ভারত মহাসাগরে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ আসে নারকেল চাষ থেকে। তবে এবার স্থানীয় শিল্পে চাহিদা এবং দেশজুড়ে নারকেল খাওয়ার ও নারকেলজাত পণ্যের ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে দেশটি। সরকারি তথ্যমতে, এ বছর শ্রীলঙ্কায় মোট চাহিদার তুলনায় নারকেলের সরবরাহ পাওয়া যাবে ৭০ কোটি কম। ঠিক এ বার্তা দিতেই এবং নারকেলচাষিদের আরও বেশি নারকেল উৎপাদনে উৎসাহিত করতে শ্রীলঙ্কার ওয়ারাকাপোলা এলাকায় গাছে চড়েছিলেন দেশটির নারকেল, ফিশটেইল পাম, তাল ও রাবার চাষ এবং সংশ্লিষ্ট শিল্পপণ্য উৎপাদন ও রপ্তানি বৈচিত্র্যকরণ–বিষয়ক প্রতিমন্ত্রী অরুন্দিকা ফার্নান্দো।

অনলাইন ডেস্ক
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর