- বহির্বিশ্বে বাংলাদেশের শ্রম বাজার যাতে সংকুচিত না হয়, সেজন্য বিকল্প শ্রম বাজারের অনুসন্ধান করছে। এ ব্যাপারে বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোও তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে নতুন করে ৬টি দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।নতুন যে ৬টি দেশে শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো হলো- চীন, রোমানিয়া, কম্বোডিয়া, পোল্যান্ড, সিচিলেস ও ক্রোয়েশিয়া।মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান যাতে সংকুচিত না হয়, সেজন্য বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনগুলো নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি নতুন শ্রম বাজারের সন্ধানে কূটনৈতিক প্রচেষ্টাও জোরদার করা হয়েছে।প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্সের তথ্য অনুযায়ী, বিগত কয়েক মাস ধরেই বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। এর মধ্যে অভিবাসী শ্রমিকরা গত মাসে (আগস্ট) রেমিট্যান্স পাঠিয়েছেন ১.৯৬ বিলিয়ন ডলার। অথচ গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১.৪৪ বিলিয়ন ডলার।
- অনলাইন ডেস্ক
বাংলাদেশীদের জন্য সম্ভাবনাময় আরও ৬ টি দেশ
আরো পড়ুন