করোনা পরিস্থিতির কারণে মুসলমানদের প্রথম কিবলা বা তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।আল-আকসা দ্বিতীয় দফায় ইসরায়েল ও ফিলিস্তিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর প্রেক্ষিতে মসজিদ ও এর আশপাশে শুক্রবার বিকাল থেকে আগামী তিন সপ্তাহের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে আল-আকসা মসজিদের ওয়াকফ কর্তৃপক্ষ।জরুরি বৈঠক ডেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে কমিটির সদস্য হাতিম আব্দেল কাদের বলেন, নাগরিকদের স্বাস্থ্য ও কল্যাণের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আশা করি, তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।তবে মসজিদে নিয়মিত আজান দেয়া অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জানান, ঘোষিত সময়ে ওয়াকফের কর্মীরাই শুধু মসজিদে নামাজ আদায় করবেন।এর আগে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে গত মার্চে প্রথম দফায় আল-আকসা মসজিদ বন্ধ ঘোষণা করা হয়েছিল।
অনলাইন ডেস্ক







