অমল কৃষ্ণ পালিত, বসুন্দিয়া:
রবিবার দুপুর ১২ টার দিকে যশোর সদরের বসুন্দিয়া মোড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি,পচা ও বাসী খাবার সংরক্ষণ সহ মেয়াদ উর্ত্তীণ কোমল পানীয় রাখার দায়ে বসুন্দিয়া মোড় বাসষ্টান্ডে জে এস সুইটস এবং আলামিন সুইটস এন্ড রেস্টুরেন্ট কে আর্থিক দণ্ড প্রদান করে। জে এস সুইটস এর পরিচালক বসুদেকে বারো হাজার টাকা। আলামিন সুইটস এন্ড রেস্টুরেন্ট এর পরিচালক মোঃ হারেজকে চার হাজার টাকা। সেই সাথে তাদের সতর্ক করে বলেন পরবর্তী সময়ে একই অপরাধ করলে দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হবে।
এএন-০৩







