স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। শেষ উদ্দেশেই যশোর ত্যাগ করে গিয়েছিলেন ঢাকাতে। কিন্তু বিসিএস পরীক্ষাই দেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন সুমনের। ইমরান হোসেন সুমন যশোরের শার্শা উপজেলার মহিষডাঙ্গা বারোপোতা মাঝের পাড়া গ্রামের মেধাবী সন্তান।
জানা গেছে, গত ২৭ মে অনুষ্ঠিত ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিতে এসে সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রের সামনে হঠাৎ স্ট্রোক করে লুটিয়ে পড়েন ইমরান। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে আগারগাঁওয়ের ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকের আপ্রাণ প্রচেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি বলেন, তার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার। সে অনুযায়ী পড়াশুনাও করেছে। কিন্তু তার ভাগ্যে পরীক্ষাটাও ছিল না। পরীক্ষার শুরুর কিছুক্ষণ আগেই সে স্ট্রোক করে। তার কিসের এত তাড়া ছিল জানি না! শুধু তার একার স্বপ্ন ভঙ্গ হয়নি, স্বপ্ন ভঙ্গ হয়েছে আমাদের পরিবারের সবার।
বিশেষ প্রতিনিধি







