Saturday, December 6, 2025

আলোচিত যশোর হোটেলে পুলিশি অভিযান, অপহৃত যুবক উদ্ধার

যশোরের বহুল আলোচিত যশোর আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে। মঙ্গলবার রাত ১০ টায় এএসপি বেলাল হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে সনু নামে বকে অপহৃতকে উদ্ধার করা হয়। সনু শহরের ডোমপট্টির বিনোদের ছেলে।  তিনি জেস টাওয়ারের একটি দোকানের কর্মচারী। এ সময় হোটেল ম্যানেজার মজনুকে আটক করে পুলিশ।
মা ও  মামা জানান, সনু মঙ্গলবার সকাল ১০ টায় বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন তারা। এরমধ্যে মোবাইল ফোনে তাদের কাছে কল করে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে কে বা কারা। বিষয়টি তারা পুলিশকে অবগত করেন। তারা দাবি করেন, সুমন নামের এক যুবকের নেতৃত্বে সনুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে।
এদিকে, পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে ভিকটিম সনু শহরের দড়াটানার যশোর আবাসিক হোটেলে অবস্থান করছেন। তাৎক্ষণিক কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ও ডিবির ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম ওই হোটেলে অভিযান চালায়। হোটেলের একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় সনুকে দেখতে পান তারা। পরে তালা খুলে তাকে উদ্ধার করে পুলিশ। একইসাথে হোটেল ম্যানেজার মজনুকে আটক করেন তারা।
সনু পুলিশকে জানান, তাকে সুমনসহ কয়েকজন হোটেলে এনে ব্যাপক মারপিট করে টাকা দাবি করে।
অপর একটি সূত্র জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সুমন পালিয়ে যায়। ম্যানেজার মজনুকে রিমান্ডে নিলে সব বেরিয়ে আসবে বলে মনে করছেন এই সূত্র।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, অপহরণের খবর শুনেই পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। সর্বশেষ জানা যায়, যশোর হোটেলে সনুকে রাখা হয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, যশোর হোটেলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এখানে নানা ধরনের অবৈধ কাজ চলে। গত চারদিন আগেও পুলিশ এই হোটেলে অভিযান চালিয়ে জেলা পরিষদ মার্কেট থেকে চুরি হওয়া মালামালসহ একজনকে আটক করে। গত বছরের আগস্ট মাসে একটি বাহিনীর দু’ সদস্যকে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক করা হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর