Saturday, December 6, 2025

যশোরে ‘‘গায়েবি শিক্ষক’’ পাচ্ছেন মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড !

যশোরের একটি কলেজের  ইংরেজি প্রভাষককে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড দিচ্ছেন কবি সুকান্ত স্মৃতি সংসদ নামের একটি ভুইফোড়  সংগঠন। অথচ ওই কলেজে  ইংরেজী প্রভাষক নিয়োগ হয়নি এখোনো।  এরই মাঝে  সুকান্ত স্মৃতি সংসদ ওই শিক্ষকের কাছে এ্যাওয়ার্ড প্রদান প্রসঙ্গে চিঠি পঠিয়েছেন ।  ওই চিঠির সাথে পাঠিয়েছেন সরকারের বড় কর্তাদের ছবিও।  যা হাতে পেয়ে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকমন্ডলী এবং এলাকাবাসীকে অবাক করেছে।  ঘটনাটি ঘটেছে যশোর সদরের ইছালী মডেল কলেজে।

ইছালী মডেল কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী জানান, এমপিও হওয়ার থেকে এই পর্যন্ত ইংরেজি প্রভাষকের পদটি শূন্য রয়েছে।  কিন্তু কিভাবে এই শূন্যপদের শিক্ষককে  স্বর্ণপদক ‘ দেয়া হচ্ছে তা জেনে তিনি হতবাক।  শুধুই তাই নয়, তাকেও একবার এ ধরণের চিঠি পাঠানো হয়েছিলো বলে তিনি জানান।

সুকান্ত স্মৃতি সংসদের চিঠিতে উল্লেখ করা হয়,  সংগঠনের উপদেষ্টা মন্ডলী বোর্ড কর্তৃক প্রাথমিকভাবে আপনাকে ” শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গুণীজন হিসেবে মনোনীত করা হয়েছে।

আগামী ৭জুন  ২০২২ মঙ্গলবার বিকাল ৫:১৫  ওপেনার সলিউশন, ৪৫,প্রবাল টাওয়ার লেভেল ৬, শ্যামলী রীং রোড  ঢাকায় ” তাদের প্রত্যাহিক জীবনে রবীন্দ্র-নজরুলের প্রভাব'”শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। যোগাযোগের জন্য প্রেম সাগর মিলন( ০১৮২৫৪০২৩৩৭) ও জয়া চৌধুরী  ০১৮৭২১৮১৩৬০ যোগাযোগের জন্য বলা হয়।

চিঠিতে  স্পিকার  ডক্টর শিরীন শারমিন চৌধুরীর, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,  মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতীয় পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুজ্জামান,  সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আ আ ম স আরেফিন সিদ্দিকী, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টি জি এম কাদের,সহ প্রথম শ্রেনীর সাহিত্য জন এছাড়াও কিছু কবি সাহিত্যিকদের সাথে ওই চক্রের সদস্যদের  বিভিন্ন সময়ের ছবি পাঠানো হয়েছে।

ওই কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী আরও জানান, মুলত এরা প্রতারক চক্রের সদস্য।  সুকান্ত স্মৃতি সংসদ নামে যে সংগঠনটির কোনো নিবন্ধন নাম্বার ছিলনা। তিনি আরও জানান, সারাদেশের বিভিন্ন কলেজে তারা চিঠি পাঠানোর পর যোগাযোগ করলেই টাকা দাবি করে। অনেকেই গোল্ডেন অ্যাওয়ার্ড শুনেই টাকা পাঠিয়ে দেন। পরে আর খুজে পাওয়া যায়না কাউকেই। বিভিন্ন মানুষের কাছথেকে টাকা হাতিয়ে নেয়ায় মুলত এদের পেশা। স্থানীয়রা প্রতারক চক্রের ধরতে প্রশাসনের উর্দ্বোতণ মহলের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে  প্রেম সাগরের মিলনের  ০১৮২৫৪০২৩৩৭ এই নাম্বারে কল করে বিভিন্ন বিষয় জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন।   এক পর্যায়ে গালমন্দ করে কল কেটে দেন।

এ বিষয়ে জানতে একাধিকবার কল করলেও জয়া চৌধুরী কল রিসিভ করেন নি।

মাসুম বিল্লাহ

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর