Saturday, December 6, 2025

যশোরে ভুয়া সেনাসদস্য আটক

 

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলহাজ মোল্লা (২৩) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করছে। শনিবার সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসের প্রধান ফটকের সামনের একটি দোকন থেকে তাকে আটক করা হয়। আলহাজ মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামের আজাদ মোল্লার ছেলে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে জানতে পারে জাহানাবাদ সেননিবাসের সামনে একব্যক্তি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। সংবাদ পেয়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ভুয়া পরিচয় পত্র, একটি সোল্ডার ব্যাচ, ইংরেজিতে বাংলাদেশ আর্মি লেখা একটি র্টি-সার্ট, একটি ট্রাউজার, একটি হেঞ্জি উদ্ধার করা হয়। সে বিভিন্ন মানুষকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারনা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ.এন-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর