মাহফুজুল ইসলাম মন্নু,লোহাগড়া:
নড়াইলের লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ ১৭) ফাইনাল খেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৫) বিকালে লোহাগড়ার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লক্ষীপাশা ইউনিয়ন বনাম দিঘলিয়া ইউনিয়নের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ড্র হওয়ায় টচে দিঘলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়। প্রধান অতিথি নড়াইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,চ্যাম্পিয়ন দল ও রানার্স-আপ দলের মাঝে পুরষ্কার বিতরন করেন এবং শ্রেষ্ঠ খেলোয়াড় মোঃ নাদিম শেখকে ১ হাজার টাকা পুরষ্কার প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু,লোহাগড়া পৌরসভার মেয়র আলহাজ্ব সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মদ শেখ, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন প্রমুখ।
রাতদিন সংবাদ/ এ.এন-১১







