শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় জনশুমারি ও গৃহগননা- ২০২২ পরিচালনার নিমিত্তে ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদে শুমারি জরিপ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সোমবার।
ইউনিয়ন পরিষধে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল । বক্তব্য রাখেন ইউনিয়ন জোনাল অফিসার ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান, ইউপি সচিব মোঃ আলী কদর, সুপারভাইজার আলমগীর হোসেন, ইউপি সদস্য বাবর আলী প্রমূখ।
আর কে- ৫







