শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷ রোববার (২২ মে) বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়৷
ধনেশ্বরগাতী ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে আড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান৷
প্রধান অতিথি ও পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার৷ বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ্যাড. শ্যামল কুমার দে, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার, ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস প্রমূখ।







