শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গ্রামের বীর মুক্তি যোদ্ধা নারায়ন চন্দ্র বিশ্বাস এর লেখা মুক্তিযুদ্ধের কথা (দ্বিতীয় সংস্করণ) বই আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস’কে প্রদান করা হয় শনিবার। লেখক নারায়ন চন্দ্র বলেন বইটিতে মুক্তিযুদ্ধের সময় শালিখার কর্মকান্ডঃ তুলে ধরার চেষ্টা করেছি। বইটি বঙ্গবন্ধু ও আমার পিতার নামে উৎসর্গ করেছি আমি এর একটি কপি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌছে দিতে চাই।
রাতদিন সংবাদ/ এ.এন-০১







