Friday, December 5, 2025

শালিখা থানার ওসি বিশারুল ইসলামকে মুক্তিযুদ্ধের কথা বই প্রদান

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গ্রামের মৃত সুবল চন্দ্র বিশ্বাস এর ছেলে বীর মুক্তি যোদ্ধা নারায়ন চন্দ্র বিশ্বাস এর লেখা মুক্তিযুদ্ধের কথা বই শালিখা থানার অফিসার ইনচার্জ বিশারুল ইসলামকে প্রদান করেছেন লেখক। নারায়ন চন্দ্র বলেন বইটিতে মুক্তিযুদ্ধের সময় শালিখার কর্মকান্ডঃ তুলে ধরার চেষ্টা করেছি। বইটি বঙ্গবন্ধু ও আমার পিতার নামে উৎসর্গ করেছি আমি এর একটি কপি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌছে দিতে চাই।

সোহাগ হাসান সন্ধি/ রাতদিন সংবাদ/এ.এন-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর