Friday, December 5, 2025

শার্শা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ী আটক

যশোরের শালকোনা সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন আসামী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) । অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ে এসে যশোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে। উক্ত মাদকদ্রব্য আটকের জন্য গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত আছে । এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ০৮ সেপ্টেম্বর  সন্ধ্যায়  শালকোনা বিওপিতে কর্মরত হাবিলদার   মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে  ফুলসরা মাঠের মধ্যে থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ জন আসামী আটক করা হয়। আটককৃত গাঁজার  মুল্য চুরাশি হাজার টাকা ।  মেহেদী (১৯),  রিয়াদ হোসেন (২২)  সবুজ হোসেন (২৮),।আটককৃতদের সবার বাড়ি যশোরের শার্শা উপজেলার   শালকোনা গ্রামে।   আটককৃত গাঁজাসহ শার্শা   থানায় সোর্পদ করেছে বিজিবি।
বেনাপোল প্রতিনিধি
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর