শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা শালিখায় ৬৭ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ প্রদান করা হয়েছে মঙ্গলবার। উপজেলা পরিষদ মিলনায়তনে, কার্যক্রমের ৩য় পর্যায়ে ভূমিহীনদের মাঝে ঘর ও জমির কাগজ-পত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান ।
উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মোঃ কামাল হোসেন, সহকারি কমিশনার(ভূমি) তিথি মিত্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাজীবুল ইসলাম, শালিখা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বিশারুল ইসলাম, প্রকল্পের ঠিকাদার ইউপি সদস্য মোঃ সাহেদ হাসান লিটন, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ সহ বিভিন্ন দপ্তারের কর্মকর্তা বৃন্দ।







