Saturday, December 6, 2025

অভয়নগরে একশত স্কুল ছাত্রী পেল বাইসাইকেল

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলায় ১শ কোমলমতি স্কুল ছাত্রী পেল বাইসাইকেল। শনিবার (২৩ এপ্রিল) চেঙ্গুগুটিয়া “মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়” মাঠে প্রাণ আরএফএল গ্রুপের উদ্দ্যোগে এ সাইকেল বিতরন করা হয়।

অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১নং পৌর ওয়ার্ড সাবেক কাউন্সিলার আঃ গফফার বিশ্বাসের সভাপতিত্বে সাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন, সিনিয়র সাচিব অভ্যন্তরীন সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন আ,স,ম ওয়াহিদুজ্জামান কর কমিশনার আপিল বিভাগ খুলনা, মো: ফারুক আহম্মেদ কর কমিশনার খুলনা অ ল খুলনা, মো: মায়াজ্জেম হোসেন, কমিশনার কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনার যশোর, মো: আজিজুর রহমান কমিশনার কাস্টমস হাউজ বেনাপোল, মো:নিয়াজুর রহমান, কমিশনার কাস্টমস হাউজ মংলা ও অভয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর