শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলায় পবিএ ঈদ-উল ফিতর উপলক্ষে ৩নং আড়পাড়া ইউনিয়নের ৪ হাজার ৪ শত ২২ জন অসহায় ও দুস্থদের মাঝে ভি.জি.এফ চাউল বিতরন করা হয় (২৩ এপ্রিল) শনিবার।
চাউল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস। উপস্থিত ছিলেন ইউপি সচিব বিএম আঃ রহমান শালিখা প্রেসক্লাবের সাংবাদিক হাবিবুল হক, ইউপি সদস্য বৃন্দ প্রমূখ।