অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত হেল্থ ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের আবাসিক মেডিকের অফিসার শোভন বিশ্বাস।
এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, উপজেলা মহিলা আওয়াীলীগের সভাপতি ও নারী অধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক ডাক্তার সাফিয়া খানম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাংবাদিক সৈয়দ রিপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক আকলিমা খাতুন ও অফিস এটেনডেন্ট মাহাদী হাসান।







