Saturday, December 6, 2025

কালীগঞ্জে ঈদের কেনাকাটা করতে এসে প্রতারকের খপ্পরে এক নারী

সুজন হোসেন,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে ঈদের কেনা কাটা করতে এসে প্রতারনার শিকার হয়ে সর্বস্ব খোয়ালেন এক নারী। রোববার (১০এপ্রিল) সকাল ১১ টার সময় শহরের জনতার মোড় থেকে রিয়া খাতুন নামে এক নারীর কাছ থেকে কৌশলে ৮ আনা ওজনের সোনার চেইন, ৩ আনা ওজনের একটি আংটি, ৩ আনা কানের দুল, নগদ ৫হাজার টাকা এবং একটি মোবাইল প্রতারনা করে নিয়ে নেয় এক প্রতারক। ভূক্তভোগী নারী উপজেলার নিয়ামতপুর গ্রামের ওয়ারেসের স্ত্রী।

রিয়া খাতুন জানায়, তিনি ঈদের কেনা কাটার জন্য কালীগঞ্জ বাজারে আসে। এ সময় শহরের জনতা মোড়ে তার সাথে অপরিচিত এক ব্যক্তি কথা বলে এবং কথা বলার এ পর্যায় কৌশলে ন্যাশনাল মেডিকেলের পিছনের গলিতে নিয়ে যায় ঐ প্রতারক। এরপর তার কাছ থাকা সব কিছু কৌশলে নিয়ে নেয়।

এই বিষয়ে কালীগঞ্জ থানায় একটা জিডি করা হয়। কালীগঞ্জ থানার এসআই আলা-আমিন বলেন, ভিডিও ফুটেজ দেখে ছিনতাই কারীকে সনাক্ত করার চেষ্ঠা চলছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর