Saturday, December 6, 2025

হরিণাকুন্ডুতে পানচাষীদের কাছ থেকে চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন

সুজন হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানচাষীদের কাছ থেকে চাঁদাবাজীর প্রতিবাদ ও তা বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (১০এপ্রিল) সকালে হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয়রা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার কৃষকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, ভবানীপুর কালিতলা পান বাজারে খাজনা দেওয়ার পরও স্থানীয় সিন্ডিকেট ও ব্যবসায়ীদের শতকরা ৫ হাটা হারে চাঁদা দিতে হয়। দ্রুত এই চাঁদাবাজি বন্ধ ও এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান তারা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর