Friday, December 5, 2025

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচালক মুফতি গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ওই ছাত্রীর বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে দর্শনার মাছুমা জান্নাত মহিলা মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

মাদরাসার শিক্ষক আব্দুল্লাহ বলেন, আমি ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না। আজ সকালে পুলিশ হুজুরকে থানায় নিয়ে গেছে। ভুক্তভোগী ছাত্রী মাদরাসায় থেকে পড়াশোনা করতো। সে তৃতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, এর আগেও এই হুজুরের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ উঠেছিলো।

দর্শনা থানা পুলিশের ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, সকালে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা মৌখিকভাবে অভিযোগ করে। এরপরই আমরা অভিযান চালিয়ে মাদরাসার পরিচালক মুফতি গোলাম কিবরিয়াকে আটক করেছি। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দর্শনা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। আসামি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর