Saturday, December 6, 2025

মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের স্কুল আসবাবপত্র  বিতরণ 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ  বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত  ও স্কুল পর্যায়ে লাইব্রেরির আসবাবপত্র বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার ( ৭ এপ্রিল)  সকালে বিশ্ব স্বাস্থ্য দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একইদিন দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দাকার মোহাম্মদ রিজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম প্রমূখ। ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসার নিজাম উদ্দিনের পরিচালনায় এ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার রাফেল রায়।
সভাশেষে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরির আসবাবপত্র স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের  বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশসক ও অন্যান্য অতিথিবৃন্দ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর