ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্তে ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। রোববার ভোরে ৫৮ বিজিবি’র অধীনস্ত মাটিলা বিওপির টহল দল তাদেরকে আটক করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির জেসিও সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটিলা দক্ষিণপাড়া মাঠ থেকে দুইজনকে আটক ও ৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এরা হলেন মাটিলা গ্রামের রমজান আলী (৪২) ও সুরুজ হালসান (৩০)। আটকদের থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক







