Saturday, December 6, 2025

 অভয়নগর মশিয়াহাটিতে মহা বারুণীতে স্নান ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা পালনসহ ঈশ্বর প্রাপ্তির প্রত্যাশায় গতকাল বুধবার প্রত্যুষে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গা মশিয়াহাটি শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দির হাজরাতলায় মহা বারুণী স্নান অনুষ্ঠিত হয়।

এলাকার শিশু, কিশোর, পুরুষ-মহিলা এই স্নাননোৎসবে যোগ দেয়। স্নান উদযাপন পর্ষদের সভাপতি নিরঞ্জন কুমার পাঁড়ের সভাপতিত্বে বিকেলে মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী হরিচাঁদ ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবনি, মানব কল্যান সাধনে হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা সম্পর্কে আলোচনা ও ঠাকুরের লীলা কীর্তন পরিবেশিত হয়।

এসয় সভায় উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, ইউনিয়ন আ’লীগের সভাপতি অধীর কুমার পাঁড়ে, সহকারী অধ্যাপক তিমির বরণ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ পাঁড়ে, ইঞ্জিনিয়র নিত্যানন্দ বিশ্বাস, সহকারী শিক্ষক তাপস বিশ্বাস প্রমূখ। গ্রামবাসীর সার্বিক ব্যবস্থাপনায় ও অর্জুন কিশর পাঁড়ের পরিচালনায় মহা বারুণী স্নান অনুষ্ঠানে আগত শতশত ভক্ত মহাপ্রসাদ গ্রহন করেন।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর