Saturday, December 6, 2025

নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

সুজন হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এতে ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে ক্যাবের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় ক্যাবের জেলা শাখার সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি মীর নাসির উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তরা নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন এই উর্দ্ধগতির কারনে মানুষের নাভিশ্বাস উঠেছে।

বিশেষ করে নিম্নআয়ের মানুষের জীবন জীবিকা নির্বাহ করা দুর্বিষহ হয়ে দাড়িয়েছে। তাই সরকারকে দ্রুত পণ্যদ্রব্যের মূল্য কমিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আহবান জানান বক্তারা।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর