শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা শালিখার অগ্রণী ব্যাংক লিঃ এর আড়পাড়া শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দের আয়োজনে, ব্যাংক অভ্যন্তরে ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা এর বিদায় এবং নবাগত ব্যবস্থাপক মোঃ আরিফুর রহমান এর বরণ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয় গত কাল।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের অফিসার সমিতি ঝিনাইদহ অঞ্চল আঞ্চলিক পরিষদ এর সভাপতি এবিএম আাসাদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ঝিনাইদহ অঞ্চলের অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক মানস কুমার পাল, বিশেষ অতিথি ছিলেন সাবেক উপ-মহাব্যবস্থাপক মোঃ ওয়াদুদ আলী, মাগুরা শাখা প্রধান সহকারী মহাব্যবস্থাপক মোঃ নূরুল আমীন ও ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক দিপক কুমার কুন্ডু।
বক্তব্য রাখেন হরিপুর গ্যাস ফিল্ডের প্রাক্তন জিএম খন্দকার ইকরামুল কবির, ব্যাংকের গ্রাহক হুমায়ন কবির, কাতিমুল ইসলাম, প্রধান শিক্ষক মফিজুর রহমান, ভবণ মালিক বাবর আলী প্রমূখ। সঞ্চলনায় ছিলেন আশরাফুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ২০১৮ সালে শাখাটি ১৪লক্ষ্য টাকা লচে ছিল, গেল বছরে ৭৩ লক্ষ টাকা সরকারি ফান্ডে আয় হয়েছে, বিদায়ী ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফার দক্ষতায়। আশাকরি নবাগত ব্যবস্থাপক এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে।







