শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৭-২৩ মার্চ মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের সঞ্চলনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুবক্কার মাষ্টার। অনুষ্ঠানে মাগুরা জেলা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।







