Saturday, December 6, 2025

নওয়াপাড়া বাজার থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোর অভয়নগরের নওয়াপাড়া বাজার থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটককৃতরা হলেন, বেনাপোল এলাকার গাইকুর গ্রামের আনছার আলী মোল্যার ছেলে আব্দুল জব্বার (৫০) ও একই থানার ভবেরবেড় এলাকার হেমায়েত মোল্যার স্ত্রী আবেনুর বেগম (৫০)।

সোমবার বেলা ১১.৫০ মিনিটে নওয়াপাড়া বাজারের সরকারী খাদ্য গোডাউনের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে অভয়নগর থানার তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল বলেন, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল থেকে ফেনসিডিলের চালান নওয়াপাড়ায় আসছে। তাদের ধরতে নওয়াপাড়া নুরবাগ বাসস্ট্যান্ড এলাকায় হতে ধাওয়া করা হয়। পরে তাদের নওয়াপাড়া বাজার সরকারী খাদ্য গোডাউনের সামনে থেকে আটক করা হয়।

এসময় মহিলার দেহ তল্লাশী করে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটককৃত মহিলা আবেনুর বেগমের বিরুদ্ধে মাদক আইনে আরো দুইটি মামলা রয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর