মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে মঙ্গলবার জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহসভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।
বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি শওকতুজ্জামান সৈকত, আপেল মাহমুদ, দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, সহসম্পাদক মীর সাব্বির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, ‘রাজনীতি একমাত্র জায়গা যেখানে মানুষের ত্যাগ, কষ্ট কখনো বৃথা যায় না। ধৈর্য্য ও সময় এখানে বড় পরীক্ষা’।
তিনি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, ‘তাদের নিজস্ব কোন রাজনীতি আন্দোলন নেই। বিদেশি প্রভুদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আর অপেক্ষায় থাকে কখন কোন ইস্যুতে ষড়যন্ত্র করা যায়। এটা রাজনীতি নয়, রাজনীতির নামে এক ধরনের অপতৎপরতা’।







