Friday, December 5, 2025

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে, মাগুরায় ইউনিয়ন বিএনপির সভাপতি আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার করার অভিযোগে মাগুরার শালিখা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব শিকদারকে আটক করেছে পুলিশ। মাহবুব শিকদার শালিখা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হুসাইন শিকদারের বড় ভাই।

পুলিশ জানায়, মাহবুব শিকদার ২৮ ফেব্রুয়ারি নিজের ফেসবুক ওয়ালে বিকৃত ছবিটি শেয়ার করলে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনার পর শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মোল্যা সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শালিখা থানায় একটি মামলা দায়ের করেন। যে ঘটনার প্রেক্ষিতে রাতেই তাকে আটক করা হয়েছে।

শালিখা থানার ওসি (তদন্ত) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর