Saturday, December 6, 2025

সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

অভয়নগর প্রতিনিধিঃ অভয়নগরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় মাদ্রাসাছাত্র আনাছ শেখ (৭) নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার শংকরপাশা শাহীনপাড়া এলাকার মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মাদ্রাসার ছুটি হলে আনাছ শেখ রাস্তা পার হয়ে ভ্যানে উঠতে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যান তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আনাছ শেখ উপজেলার দেয়াপাড়া গ্রামের ইকবাল শেখের ছেলে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর