Saturday, December 6, 2025

অভয়নগরের আট ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

শপথ গ্রহণ করেছেন যশোরের অভয়নগর উপজেলার নবনির্বাচিত আট ইউপি চেয়ারম্যান। রোববার সকালে যশোর কলেক্টরেট সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ শারবীন। শপথ গ্রহণ করেন প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নের বিকাশ রায়, পায়রার হাফিজুর রহমান, শ্রীধরপুরের নাসির উদ্দিন, চলিশিয়ার সানা আব্দুল মান্নান, বাঘুটিয়ার শেখ তৈয়েবুর রহমান, সিদ্দিপাশার শেখ আবুল কাশেম এবং শুভরাঢ়া ইউনিয়নের জহুরুল ইসলাম।  উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে যশোরের অভয়নগর উপজেলার আট ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়।
রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর