Friday, December 5, 2025

সাতক্ষীরায় ফেনসিডিল বিক্রির টাকা ফেরত পেতে সংবাদ সম্মেলন

জেলায় ফেনসিডিল বিক্রির টাকা ফেরত পেতে পুলিশের সহযোগিতা চেয়েছেন এক ব্যক্তি। কলারোয়া পৌর প্রেসক্লাবে শনিবার (৫ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে এই সহযোগিতা চান উপজেলার গয়ড়া গ্রামের তবিবর রহমান। তবিবর মাদক বিক্রি করবেন না বলে এর আগে পুলিশের কাছে মুচলেকা দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন সময় তার কাছ থেকে ৬০ হাজার টাকার ফেনসিডিল কিনেছিলেন একই এলাকার মাদককারবারি আব্দুল্লাহ হোসেন। তবে মাদক বেচাকেনার অপরাধে কলারোয়া থানা পুলিশ আমাকে গ্রেফতার করে।

‘এর পর আব্দুল্লাহ আমাকে ওই টাকা দিতে অস্বীকৃতি জানান। আমি বিভিন্নভাবে তার কাছে টাকা আদায়ের চেষ্টা করলেও আব্দুল্লাহ আমার পাওনা টাকা না দিয়ে হয়রানি করছে।’

তিনি বলেন, ১ জানুয়ারি জেল থেকে বের হয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে কান ধরে ওঠবস করে মুচলেকা দিয়েছিলাম। এ ছাড়াও লিখিতভাবে জেলা পুলিশ সুপারকে জানিয়েছিলাম আমি কোনোদিন মাদক বিক্রয় করবো না।

‘সমাজে ভালো মানুষের মতো বাঁচতে চাইলেও আব্দুল্লাহ আমার পাওনা টাকা ফেরত দিচ্ছে না। সেই টাকা ফেরত পেতে কলারোয়া থানা পুলিশ ও জেলা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করছি।’

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর