Saturday, December 6, 2025

রাজঘাটের দস্যুতা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের একটি দস্যুতা মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই সুকল্যাণ বিশ্বাস।
অভিযুক্ত আসামিরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার মোবারকপুর গ্রামের মোতাহের খাঁর ছেলে সেলিম খাঁ ওরফে শহিদুল খাঁ, মধুপুর গ্রামের সাব্বির হোসেনের ছেলে পিকআপ চালক ফেরদৌস হোসেন, আড়ংঘাটার রাজাপুর তেলিগাতি গ্রামের হোসেন শেখের ছেলে রানা শেখ ও অভয়নগরের চলিশিয়া গ্রামের হারুন মোল্লার ছেলে ওয়াহিদ্জ্জুামন সুমন ওরফে শাহিন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ১৫ মার্চ গভীর রাতে তিন-চারজন রাজঘাট গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ঘরে গোপনে প্রবেশ করে। এরপর সিদ্দিকুর রহমান ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, সোনার গহনাসহ মালামাল নিয়ে যায়। যার আনুমানিক দাম একলাখ ৫৪ হাজার টাকা।
এ ঘটনায় পরের দিন সিদ্দিকুর রহমান বাদী হয়ে অভয়নগর থানায় দস্যুতার অভিযোগে মামলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় আটক নান্টু শেখের অব্যাহতির আবেদন করা হয়েছে। চার্জশিটে অভিযুক্ত ওয়াহিদ্জ্জুামান ওরফে শাহিনকে পলাতক দেখানো হয়েছে।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর