মোহাম্মদ নাঈম নামের বাগেরহাটের এক ক্রিকেটার তার কোচের বিরুদ্ধে ঘুষের অভিযোগ দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ঘটনাটি নিয়ে শুনানি ডাকে বিসিবি, তাতে অংশ নিতে ঢাকায় আসার সময় আক্রমণের শিকার হয়েছেন এই ক্রিকেটার।শনিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম নিজেই তার উপর আক্রমণের কথা বলেন। আজ এই ঘটনার শুনিনি অনুষ্ঠিত হয় বিসিবিতে। শুনানিতে আসার সময় তিনি আক্রমণের শিকার হয়েছেন।নাইম বলেন, ‘যখন গাড়িতে উঠেছি তখন আমার ওপর আক্রমণ করা হয়। আমি ক্লিয়ারলি বলতে পারছি না তার (কোচের) লোক কিনা। কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে। আমার সন্দেহ হচ্ছে যে হতে পারে তার লোক।’বিসিবি মনোনীত কোচ আবু তাহেরের বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছিলেন নাঈম। অনূর্ধ্ব-১৬ বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই থেকে বাদ পড়েন তিনি। ১৫ জনকে নির্বাচিত করার জন্য ৩৫ জন ক্রিকেটার নিয়ে দুটি ম্যাচ আয়োজন করা হয়। সেখানে একটি ফিফটিসহ ৫৭ রান করেও বাদ পড়ে যাওয়ায় ঘুষের অভিযোগ করেছেন নাঈম।অভিযোগ নিয়ে নাঈম বলেন, ‘আমার অভিযোগটা ছিল বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিল। সেইটা আমি বোর্ডকে মেইল করে জানাই। তাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বিস্তারিত জানাই। ম্যাচের ব্যাপারে, কিভাবে ম্যাচ হয় আর কিভাবে খেলোয়াড়দের নেয়া হয়। তারা জানতে চেয়েছিল কেমন হয়, তখন আমি তাদের বলেছি যে অনুশীলন ম্যাচে হয়। সেই ম্যাচে যারা ভালো করবে তারাই দলে থাকবে।
অনলাইন ডেস্ক







