Saturday, December 6, 2025

অভয়নগরে কোটি টাকার সরকারী জমি বিক্রির অভিযোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ সরকারী জমি বন্দোবস্ত নিয়ে নিজনামে রেকর্ড করে বিক্রি করার অভিযোগ উঠেছে। সরকারের কয়েক কোটি টাকা মুল্যের সম্পত্তি স্থানীয় ভুমি অফিসের সহযোগিতায় নামমাত্র মুল্যে রেজিস্ট্রি করা হয়েছে। গত ২৫ জানুয়ারী নওয়াপাড়া সাবরেজিষ্ট্রি অফিসে ওই জমি রেজিস্ট্রি করা হয়। এ ঘটনায় রাজঘাট ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার তালতলায় যশোর-খুলনা মহাসড়কের পাশে ভৈরব নদের তীরে অবস্থিত জাফরপুর মৌজায় ২৩৬ খতিয়ানে অন্তর্ভুক্ত ৩ দাগে ৭৫ শতক সরকারী জমি জনৈক মইনুল ইসলাম বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে আসছিলেন।

ভুমি অফিস সুত্রে জানা গেছে, ওই জমি সরকারের এস এ ১ খতিয়ানের সম্পত্তি। মইনুল ইসলাম গোপনে নিজ নামে রেকর্ড করে নেন। মইনুল ইসলাম ১৯৯৯ সালে ওই জমি যশোরের চাকলাদার ষ্টোন হাউজের মালিক শাহীন চাকলাদার (বর্তমান যশোর-৬ সাংসদ) মাসিক অর্ধলক্ষ টাকা হারে ভাড়া দেন। বর্তমানে চাকলাদার ষ্টোন হাউজের সাইনবোর্ড দিয়ে পাথর ও কয়লার ব্যবসা পরিচালনা করে আসছেন।

মইনুল ইসলাম গত ২৪ জানুয়ারী রাজঘাট ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা অতন্দ্রা বিশ্বাস নিকট টাকা জমা দিয়ে ১৪২৮ সাল পর্যন্ত ভুমিকর আদায়ের রশিদ নেন। এর পরদিন ২৫ জানুয়ারী মইনুল ইসলাম ওই জমি শেখ আকিজ উদ্দিনের পুত্র শেখ নাসির উদ্দিনের নিকট ৫ কোটি ৬০ টাকা মুল্যে বিক্রি করেন। যার দলিল নম্বর ৫৪৯। পরবর্তীতে নাসির উদ্দিন লোকজন দিয়ে উক্ত জমিতে সাইন বোর্ড লাগিয়ে দখল নেয়। সরকারী জমি বিক্রি করার ঘটনায় প্রশাসনের নজরে আসলে তোলপাড় শুরু হয়।

এব্যাপারে মইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন (০১৯১৪০৩০৯৮৬) বন্ধ পাওয়া যায়। অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তানজিলা আক্তার বলেন “ আমি ঘটনা জানার পর ওই জমির দাখিলা বাতিল এবং রাজঘাট ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে যশোর জেলা প্রশাসক বরাবর সুপারিশ করেছি।

যশোরের সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল বলেন “ সরকারি জমি বিক্রির বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর