Saturday, December 6, 2025

উচ্ছেদ করে আশ্রায়ণ প্রকল্পের নির্মাণ বন্ধের দাবি

অভয়নগর, প্রতিনিধিঃ উচ্ছেদ করে আশ্রায়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কাজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন অভয়নগরের ভুক্তভোগীরা। ২৪ জানুয়ারি দুপুরে উপজেলার পুড়াটাল গ্রামে নির্মাণধীন প্রকল্পের সামনে দাঁড়িয়ে ভূক্তভোগী ওইসব পরিবাবের সাথে সহমর্মিতা প্রকাশ করে এলাকার শ’ শ’ নারী পুরুষ মানবন্ধনে অংশগ্রহণ করেন।
ঘন্টাব্যাপি চলে এ মানববন্ধন। মানববন্ধনে দাঁড়িয়ে জমির মালিক শতবর্ষী ওয়াদুদ গাজী জানান, তার বাবা প্রায় একশ’ বছর আগে প্রথমে ওই জমিতে বসতি স্থাপন করেন। সেই থেকে তারা পরিবার নিয়ে এখানে বসবাস করে আসছেন। তিনি আরো জানান, এরশাদ সরকারের আমলে তিনি ওই জমির বন্দোবস্তো পেয়েছিলেন। সেই মোতাবেক তিনি নামজারি করেন ও খাজনা পরিশোধ করেন। কিন্তু হাল রেকর্ডে সরকারের ১/১ খতিয়ানে রেকর্ডভূক্ত হয়েছে।

ওয়াদুদ গাজীর ছেলে হামিদ গাজী জানান, উপজেলা ভূমি অফিসের লোকজন তাদের বাস্তুভিটায় আশ্রায়ণ প্রকল্প করার চেষ্টা করতে থাকলে তিনি আদালতে মামলা করেন। মামলায় আদালত সরকারের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না তা জানতে চেয়ে ভূমি কর্মকর্তাকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে। নোটিশ পেয়েও তারা নির্মাণ করছে। এ অভিযোগ আদালতে দিয়েছিলাম। পরে আদালতের নির্দেশনায় ২৩ জানুয়ারি সরেজমিনে মাপজোক হয়েছে। আদালতে মামলা করায় ভূমি অফিসের নায়েব ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। তারা নিরুপায় হয়ে এ মানববন্ধন করছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে লেখা নানা রকম স্লোগানের প্লাকার্ড বহন করছিলেন। এতে লেখা ছিলো শতবছর যাবত বসবাসকারী ভূমিহীনদের উচ্ছেদ করে আশ্রায়ণ প্রকল্প নির্মাণ করা চলবে না, ভূমি অফিসের খামখেয়ালীপনা বন্ধ করো ইত্যাদি।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর