Friday, December 5, 2025

সাতক্ষীরার সাবেক ডিসির বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন সাংবাদিক শাহ আলম। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মামলাটি গ্রহণ করেন।
তিনি এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং পরবর্তী আদেশের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য্য করেন। মামলায় বাদী শাহ আলম অভিযোগ করেন, এস এম মোস্তফা কামাল ২০১৯ সালের ১৮ অক্টোবর থেকে ২০২১ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরায় জেলা প্রশাসকের কার্যকালে নানা দুর্নীতি ও অনিয়ম  করেছেন। এর মধ্যে রয়েছে শহরের প্রাণ সায়রের খাল খনন, মুজিববর্ষে নতুন ঘর নির্মাণ, ইটভাটা মালিকদের কাছ থেকে অর্থ গ্রহণ ইত্যাদি।
বাদী পক্ষের আইনজীবী শাহনাজ পারভিন মিলি বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। আগামী ২৭ জানুয়ারি মামলার পরবর্তী আদেশের জন্য দিন ধার্য্য করেছেন আদালত।
এ বিষয়ে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘সকল অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। আমি সাতক্ষীরা থেকে ৭ মাস আগে চলে এসেছি। কোনো ভুক্তভোগী ব্যক্তি অভিযোগ করেননি। আমার ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের উদ্ভট মামলা দায়ের করা হয়েছে’। তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে মামলা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন বলে জানান।

অনলাইন ডেস্ক
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর