Saturday, December 6, 2025

অভয়নগরে ট্রাকের চাকায় প্রাণ গেল দুধ ব্যাবসায়ীর

অভয়নগর, প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় শাহ আলম কাজী নামের(৩৭) এক দুধ বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল চারটার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম নওয়াপাড়া গ্রামের নূর মোহাম্মদ কাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রতিদিনের ন্যায় দুধ বিক্রয়ের জন্য শাহ আলম সাইকেল চালিয়ে চেঙ্গুটিয়া বাজারে পৌছালে পিছনদিক থেকে যশোর গামী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওয়াপাড়াহাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,‘ ট্রাকের ধাক্কার এক দুধ বিক্রেতার মৃত্যু হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে। অনেক চেষ্টা করেও ট্রাকটিকে আটকাতে পারিনি।’

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর