Saturday, December 6, 2025

মহেশপুর সীমান্তে শিশুসহ ৩০ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ পারাপার বৃদ্ধি পেয়েছে। শনিবার ভোরে যাদবপুর, সামন্তা ও মাটিলা সীমান্তে অবৈধভাবে পারাপারকালে শিশুসহ ৩০ জনকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে ৫৮ বিজিবির অধীনস্ত সামন্তা, মাটিলা ও যাদবপুর বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে মোমিনতলা মোড়, কানাইডাঙ্গা মাঠ ও মাটিলা মাঠ থেকে ৩০ জনকে আটক করে।

আটককৃতদের মধ্যে পুরুষ ১৮জন, নারী ছয়জন এবং শিশু রয়েছে ছয়টি। আটকরা জানান, তাদের বাড়ি যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ জেলায়।

তারা কাজের উদ্দেশ্যে পরিবার পরিজন নিয়ে ভারতে পাড়ি জমাচ্ছিলেন। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর