যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন আজ সোমবার খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করবেন।
এদিকে নতুন সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাসের দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসাবে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সাইনূর সামাদ দায়িত্ব পালন করবেন।
যশোরে সিভিল সার্জন হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কাজ করেন। করোনা কালে তিনি দক্ষতার সাথে জেলার মানুষকে সেবা প্রদান করতে সক্ষম হন। ক্লিনিক গুলোকে ৫০ ভাগ স্বাস্থ্য বিধি নিয়ন্ত্রণসহ সেবার মান বৃদ্ধি করেন।
যশোরে তার শেষ কর্মদিবসে চিকিৎসক-কর্মকর্তা, কর্মচারী, মেডিকেল রিপোর্টাস ইউনিটি, ইউএইচ এন্ড এফপিও ফোরাম, সদর উপজেলা, কেশবপুর ও শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফরা তাকে বিদায় সংবর্ধনা জানান।
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ জানুয়ারি শেখ আবু শাহীন যশোরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। এ বছরের ৩ জানুয়ারি পদোন্নতি পান তিনি। আজ সোমবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।
রাতদিন সংবাদ







