র্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১শ’৮০ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসায় ব্যবহিত একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে, এসময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে তারা জানতে পারে মহেশপুর জীবননগর গ্রামের মৃত আইজেলের ছেলে ইসরাফিল ও লালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে কবির হোসেন দুজনে ইসরাফিলের বাড়িতে ফেনসিডিল বেচাকেনা করছে। খবর পেয়ে তাৎক্ষনিক তারা ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বাজারের ব্যাগ ভর্তি ফেনসিডিল নিয়ে পিকআপ নিয়ে দ্রুত গতিতে সটকে পরে। পরে তাদেরকে ধাওয়া দিলে পিকআপটি জিন্নানগর বাসস্টান্ডে মুক্তমঞ্চের সাথে আঘাত করে। শেষমেষ পিকআপ ও মাদক ফেলে দুই আসামি পালিয়ে যায়। এঘটনায় র্যাবের পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করা হয়।
রাতদিন সংবাদ







