অমল কৃষ্ণ পালিত যশোর (বসুন্দিয়া): অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৫ সালে মাগুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় নামে স্থাপিত হলেও ২০১৯ সালে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি’র নির্দেশে দাতা শান্তিলতার নামকরনে প্রতিষ্ঠানটির নতুন নামকরন হয় মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়।
আজ বেলা ১১.০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক জনাব স্বপন কুমার দাস-এর সভাপতিত্বে প্রধান শিক্ষক শ্যামল কান্তি মন্ডলের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোঃ মফিজ উদ্দিন, বর্তমান সভাপতি এবং শিক্ষক সরোয়ার হোসেনসহ এলাকার স্বনামধণ্য ব্যাক্তিবর্গ।
ফলাফল পাঠ করেন বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মোখলেছুর রহমান। অত্র বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ২৮১ জন। প্রতি শ্রেণিতে ১ম থেকে ৩য় স্থান অধিকারীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আইসিটি শিক্ষক মোঃ জাহিদ হাসান। শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।







