Saturday, December 6, 2025

ভোট কারচুপির অভিযোগে ডিসির কাছে অভিযোগ

যশোরের মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছয় নম্বর ওয়ার্ডে এক মেম্বর প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ভোট কারচুপির অভিযোগে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোরগ প্রতীকের পরাজিত প্রার্থী সোহরাব হোসেন। নির্বাচনী ফলাফল স্থগিত করে পুনরায় গণনার দাবি জানিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে সোহরাব হোসেন বলেন, নির্বাচনে তার ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তালা প্রতীকের আলমগীর সিদ্দিকী। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণার সময় আলমগীর সিদ্দিকীকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তাকে ১২ ভোটের ব্যবধানে পরাজিত ঘোষণা করেন। তাকে পরাজিত করতে প্রিজাইডিং অফিসার তার পোলিং এজেন্টকে বিভিন্ন অজুহাতে ব্যস্ত রাখেন বলেও অভিযোগ তার।
প্রথম ও দ্বিতীয়বার ভোট গণনায় মোরগ প্রতীক ১৩ ভোটে এগিয়ে থাকলেও তৃতীয়বারের গণনার সময় প্রিজাইডিং অফিসারের কাছে একটি ফোন আসে; তারপরেই তিনি বাইরে চলে যান। পাঁচ মিনিট পরেই বাইরে থেকে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। এরপর ১০ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে; তখন মোরগ প্রতীককে ১২ ভোটের ব্যবধানে পরাজিত বলে ঘোষণা দেন প্রিসাইডিং অফিসার। তখন কেন্দ্রের মোরগ প্রতীকের পোলিং এজেন্ট আছর আলী ফলাফল মেনে না নিয়ে প্রতিবাদ করেন।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর