Saturday, December 6, 2025

রাত পোহালেই মণিরামপুরের ১৬ ইউনিয়নে ভোট

শফিয়ার রহমান, মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুরে কঠো নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে ১৬ ইউনিয়নে  ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আলমগীর হোসেন ছাড়া বাকীরা মনোয়নপত্র প্রত্যাহার করায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে না।
শনিবার সকাল থেকেই নিবাচন সরঞ্জামাদি পৌছে দেয়া হয়েছে। ভোট গ্রহনের স্ব^চ্ছতায় রোববার সকাল ৬ টা হতে ১৫২টি ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার পৌছে দেয়া হবে। রোববার সকাল ৮টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে। কঠোর নিরাপত্তায় ভোট গ্রহনে ৮ স্তরে নিরাপত্তা বলায় তৈরী করা হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূতে জানাগেছে, ১৬ ইউনিয়নে ৮ জন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন। ১৫২টি ভোটকেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, ৮০৫ জন সহকারী প্রিজাইডিং এবং ১৬১০ জন পোলিং অফিসার তাদের দায়িত্ব পালন করবেন। ১৬ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৩৫ জন। ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৬ জন, সাধারণ সদস্য পদে ৬১০ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৮০ জন নির্বাচনী প্রতিদ্ব›দ্বীতায় রয়েছেন। এর মধ্যে উপজেলার শ্যামকুড় ইউনিয়নে কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে নৌকার আলমগীর হোসেন বিজয়ী হতে চলেছেন।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশের ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এরমধ্যে ২ জন অস্ত্রধারি আনসার সদ্য রয়েছেন। ৬ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৩টি দল টহলে থাকবেন। প্রতি দুই কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ দমনে থাকবেন। ৬জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও ভোটকেন্দ্রে পুলিশের ১টি দল পাহারায় থাকবেন।
ওসি নুর-ই আলম সিদ্দিকী বলেন, সুষ্ঠ, নিরপেক্ষ এবং সহিসংতামুক্ত ভোট গ্রহনে যাবতীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর